High court Dhaka:  উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে শুরু হল বিচার প্রক্রিয়া

0
5

খায়রুল আলম, ঢাকা: অতিমারি করোনার সময়ে প্রায় ২০ মাসের বিরতির পর সুপ্রিম কোর্টের(SupremeCourt) উভয় বিভাগের বিচার প্রক্রিয়া শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল থেকে আপিল ও হাইকোর্ট(High Court) বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে বিচারকার্য শুরু করেন।

এর আগে ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি দেয় কোর্ট প্রশাসন। এর আগে করোনা মহামারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আপিল বিভাগ ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাপাশাপাশি হাইকোর্টের সীমিত সংখ্যক বেঞ্চে শারীরিক উপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম চলছিল।