Mohammedan: মহামেডানে জমকালো অনুষ্ঠান, বিশেষ বার্তা মুখ‍্যমন্ত্রীর

0
3

মহামেডান ( Mohammedan) মাঠে আয়োজিত হল জমকালো অনুষ্ঠান। দীর্ঘ ৪০ বছর পর কলকাতা লিগ (Kolkata League) চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য, ক্লাবের মাঠে বিশাল বিজয় উৎসবের আয়োজন করেছিলেন সাদা-কালো কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আকবর, সাবির আলি, সৈয়দ নঈমউদ্দিন, নাসির আমেদ ও মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সঞ্জয় সেনরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন মহামেডান দলের ফুটবলারদের সঙ্গে ৪০ বছর আগের লিগজয়ী ফুটবলারদের সংবর্ধিত করা হল একই মঞ্চে। উৎসবের মেজাজে ছিল রেড রোর্ডের পাশের ক্লাব।

এদিন মহামেডানকে ফোনে শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন মুখ‍্যমন্ত্রী। সেখান থেকেই মহামেডান দলকে শুভেচ্ছা জানিয়েছেন লিগ জয়ের জন্য। ফিরহাদ হাকিমের মোবাইলে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। সেই বার্তায় মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “মহামেডানকে কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য ধন‍্যবাদ জানাই। আমি চাই শুধু বাংলা নয়, গোটা ভারতে সাফল‍্য আসুক মহামেডানে। আমি চাইছি মহামেডান আইএসএলে খেলুক। তার জন‍্য আমরা সবাই মহামেডানকে সাহায‍্য করব।”

আরও পড়ুন:Indian Cricket: পিছিয়ে গেল দল নির্বাচন, স্থগিত হয়ে যেতে পারে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরও: সূত্র