ফের এক ছাত্রীর রহস্য মৃত্যু ফালাকাটায় (Falakata)। মঙ্গলবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। পরে বাড়ির পিছন দিকের একটি কুয়ো থেকে দশম শ্রেণির বনশ্রী সিনহার (Banashree Sinha) নিথর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন-Mamata Bandopadhyay: কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় নয়, BJP-কে বোল্ড আউট করাই লক্ষ্য: মমতা
ফালাকাটায় (Falakata) ফের মৃত্যু হল এক ছাত্রীর। সম্প্রতি দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা শীলকে স্কুল যাওয়ার পথে খুন করে এক যুবক। স্কুল যাওয়ার পথে ধর থেকে মাথা আলাদা করে দেয় অভিযুক্ত। আবারও বছর ১৪-র ছাত্রী খুনের অভিযোগ উঠল ফালাকাটায়। বাড়ির পিছন দিকে ঢাকনা দেওয়া কুয়া থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।
মঙ্গলবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। তার কাকার ঘরে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিল। রাত বাড়ছে দেখে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন তার বাড়ির সদস্যরা। বহু খোঁজাখুঁজির পর রাত আড়াইটে নাগাদ কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন-নোদাখালিতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩
ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। বারবার ছাত্রী খুনের ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। মৃতা ফালাকাটা গার্লস হাইস্কুলের ছাত্রী।














































































































































