সম্প্রতি একসঙ্গে মেঘালয়ের (Meghalaya) ১২ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে (TMC)। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে এঁরা প্রত্যেকে কলকাতায় এসে দেখাও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে।
এবার মেঘালয়ে ইউনিট তৈরি করে তৃণমূল সংগঠন তৈরির কাজ শুরু করল।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল সাংমা, চার্লস পিনগ্রোপ সহ মেঘালয়ের এক ঝাঁক বিধায়ক।তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির উপস্থিতিতে মুকুল সাংমা জানালেন, শুধু মেঘালয় নয় দেশ জুড়ে হাজার হাজার কংগ্রেস কর্মী অত্যন্ত হতাশ। তাই তাঁদের কথা ভেবেই তৃণমূলের হাত ধরার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিন তিনি বলেন, কংগ্রেস দলে কোনও আশার আলো দেখা যাচ্ছে না।কংগ্রেসের গা ছাড়া মনোভাবে হাজার হাজার কংগ্রেস কর্মী হতাশ হয়ে পড়েছেন। তাঁদের পক্ষেই আমাদের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন- Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে আইনি মুদ্রার স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই ,নির্মলা সীতারামন
আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে গোটা মেঘালয় জুড়ে তৃণমূলের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন সাংমা। ইতিমধ্যেই দলের বিধায়করা চার্লস পিংরোকে দলের মেঘালয়ের ইউনিটের সভাপতি হিসেবে বেছে নিয়েছেন।যদিও তার আগেই মুকুল সাংমা বিধানসভায় দলের নেতা মনোনীত হয়েছিলেন।সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে তৃণমূল নেতাদের স্বাগত জানিয়েছিলেন।