Biplab Kumar Deb: জনগণের করের টাকায় দিল্লি যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুকুর!

0
2

জনগণের করের টাকায় দিল্লি যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের (Biplab Kumar Deb) কুকুর! প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় (Gopal Roy) জানান, গত ৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি পোষা কুকুরকে পাঠানো হয় দিল্লিতে। (Delhi) এজন্য রাজ্য সচিবালয়ের কোষাগার থেকে ৫৪ হাজার ৯১৮ টাকা খরচ করা হয়েছে।

আরও পড়ুন-Maldah:রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ধৃত বাইক চোর-সহ ৬

ঠিক এরপরই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপির রাজত্বে কী চলছে ত্রিপুরায়? সরকারি টাকা মানে জনগণের করের টাকা, এভাবে নয় ছয় করা যায়?

গোপাল রায় আরও বলেন, এছাড়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের (Biplab Kumar Deb) ছেলের উপহার পাওয়া একটি দামি বাইক রাজধানী দিল্লিতে (Delhi) পাঠানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি। তা পাঠাতে সচিবালয়ের তহবিল থেকে খরচ পড়েছে ৪ হাজার ৬৪৪ টাকা।

আরও পড়ুন-Chidambaram slams Modi: মুখে যা বলেন কাজে তা করেন না মোদি, তীব্র কটাক্ষ চিদম্বরমের