Hoogli: দীর্ঘদিনের দাবি মেনে নৈটি রোড মেরামতির কাজ শুরু

0
2

দুর্দশা কাটছে। ঝাঁ চকচকে হওয়ার পথে দীর্ঘদিনের বেহাল রাস্তা কোন্নগর (Konnonar) স্টেশন থেকে পারডানকুনি অবধি বিস্তৃত নৈটি রোড। বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল প্রধান এই রাস্তাটি। বিধানসভা ভোটের আগে উত্তরপাড়া (Uttarpara) বিধানসভা ভোটে বিরোধীদের প্রধান ইস্যুগুলির মধ্যে এই বেহাল রাস্তাটি ছিল অন্যতম। জেতার পরেই তৃণমূল (Tmc) বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব (Acchelal Yadav) প্রতিশ্রুতি দিয়েছিলেন যত দ্রুত সম্ভব এই রাস্তাটি পুরো নতুন করে করে দেওয়া হবে। কিন্তু বর্ষা ও বিভিন্ন সমস্যার কারণে বেহাল অবস্থাতেই পরে ছিল রাস্তাটি। আবহাওয়া অনুকূল হওয়ার পরেই জোরকদমে রাস্তা মেরামতের কাজ শুরু হল।

পারডানকুনি থেকে পিচ দিয়ে রোলিং করে আবার নতুন অবস্থায় ফিরতে শুরু করেছে নৈটি রোড।কানাইপুর পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব জানান, প্রত্যেকদিন ৫০০ মিটার করে রাস্তা পিচ হয়ে যাচ্ছে।এই রাস্তাটি ৫ কিলোমিটারের। তাই ডিসেম্বর ১০ তারিখের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে নতুন অবস্থায় ফিরে আসবে। দুর্ভোগ ও ক্ষোভ মিটবে কোন্নগর থেকে পরডানকুনি পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সমস্ত মানুষের। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।