Park Street Flyover: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪দিন বন্ধ থাকবে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

0
4

প্রয়োজন স্বাস্থ্য পরীক্ষার। সেই কারণে চারদিন বন্ধ থাকবে পার্কস্ট্রিট উড়ালপুল (Park Street Flyover)। কলকাতা পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ছ’টা পর্যন্ত পার্কস্ট্রিট উড়ালপুলের (Park Street Flyover) উপর দিয়ে সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর জেরে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে এতে নিত্যযাত্রীদের মনে।

আরও পড়ুন-বুধবার থেকে নিয়ম করে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসবেন বহিষ্কৃত সাংসদরা, জানালেন Derek O’Brien

উত্তর-দক্ষিণ দিকে যাওয়ার জন্য জহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে। এইসময় যানজটে আশঙ্কা রয়েছে। এক্সাইড মোড়ের দিকে যাওয়ার গাড়িগুলি জহরলাল নেহরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । অফিস যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য শনি ও রবিবার কাজ করানো হচ্ছে।

আরও পড়ুন-Mumbai: শরদ-আদিত্যর সঙ্গে সাক্ষাৎ, তরুণ শিল্পোদ্যোগীদের আহ্বান: মুম্বই সফরসূচি নিয়ে আর কী জানালেন মমতা?

মহানগরের সেতু এবং উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। সেগুলির ভারবহন ক্ষমতা কেমন? পরিস্থিতি কেমন আছে? সব বিষয়ে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষার জন্যই যানচলাচল কমপক্ষে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে হবে। পার্ক স্ট্রিটে পাশাপাশি, লকগেট, খিদিরপুর, গড়িয়াহাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষাও হবে ধাপে ধাপে।