Twitter CEO: গুগল, মাইক্রোসফটের পর এবার টুইটারের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত

0
1

গুগল, মাইক্রোসফটের পর এবার টুইটারেও ভারতীয় বংশোদ্ভূত।জল্পনার অবসান ঘটিয়ে টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডরসি। তাঁর জায়গায় এই মাইক্রোব্লগিং সাইটের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও)-এর দায়িত্বে এবার পরাগ আগরওয়াল।

আরও পড়ুন:Omicron Variant Crisis : ওমিক্রন নিয়ে ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

সোমবার ইস্তফার কথা ঘোষণা করে ডরসি জানিয়েছেন ,’ জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও… । অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।’ এর পরিপ্রেক্ষিতে একটি টুইটে পরাগ আগরওয়াল লিখেছেন, ‘জ্যাক ও তাঁর টিমকে অসংখ্য কৃতজ্ঞতা। ভবিষ্যতের জন্য উচ্ছ্বসিত। সকলের ভরসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।”


প্রসঙ্গত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বের প্রাক্তনী পরাগ। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। স্ট্যান্ডফোর্ডে পড়াশুনোর সময় মাইক্রোসফট, ইয়াহু এবং এটিঅ্যান্ডটি ল্যাবে গবেষক হিসেবে কাজ করেছেন পরাগ। ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন টুইটারে। ৬ বছর কাজ করার পর ২০১৭ সালের অক্টোবরে টুইটারে চিফ টেকনিকাল অফিসার হন। এবার সিইও-র পদে বসলেন তিনি।