Nabanna: ওমিক্রন সংক্রমণ রুখতে সতর্ক রাজ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল

0
1

করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। ১৫ ডিসেম্বর (15 December) পর্যন্ত করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ বহাল রাখল রাজ্য সরকার৷ থাকছে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কড়াকড়ি। মঙ্গলবার, নবান্নের (Nabanna) তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
• রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে জরুির প্রয়োজন ছাড়া বাইরে বেরনো যাবে না৷

• সরকারি ও বেসরকারি অফিসে করোনা বিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে।

• অফিসের ভিতরে নিয়মিত জীবানুনাশের কাজও করতে হবে৷

• বিধিনিষেধ না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধি মেনে কঠোর পদক্ষেপ করা হবে।

ভারতে এখনও পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্তের খবর মেলেনি৷ তবে, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে সতর্ক করা হয়েছে৷ যে দেশগুলিতে ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে কলকাতায় এলেই RTPCR টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে৷

আরও পড়ুন- Akhilesh Yadav: যোগী না যোগ্য সরকার চাই উত্তরপ্রদেশে, দাবি অখিলেশ যাদবের