Shrabanti: ক্যানিংয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

0
1

একুশের বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন বিজেপির (Bjp) বেহালা পশ্চিমের প্রার্থী। তবে, নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবিরে আর সেভাবে দেখা যায়নি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shabsnti Chatterjee)। সম্প্রতি বিজেপি ছাড়ার কথা নিজেই জানিয়েছেন টলিউডের এই গ্ল্যামগার্ল। তবে, সরাসরি অন্য রাজনৈতিক দলে যোগ দেননি তিনি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে চার তৃণমূল কংগ্রেস (Tm,) বিধায়কের সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন শ্রাবন্তী। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ভূয়সী প্রশংসা করেন তিনি। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের অনুরোধে গানও করে।

তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন শ্রাবন্তী? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। তবে, শ্রাবন্তীর সঙ্গে কখনই সম্পর্ক খারাপ হয়নি শাসকদলের। ততাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠান মমতা। তাই দেখে আপ্লুত শ্রাবন্তী নিজেই সে খবর প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। বিজেপি ছেড়ে সরাসরি যোগ না দিলেও, তিনি যে এখন শাসকদলের কট্টর সমর্থক সেটা বুঝিয়ে দিচ্ছেন প্রতি মুহূর্তেই।