আগামী মাসে শুরু থেকে ফের জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জেলা সফরের শুরুতে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যাবেন মুখ্যমন্ত্রী(Chief minister)। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে(Krishnanagar) ও প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
সরকারি সূত্রে খবর, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আনুমানিক ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে গঙ্গারামপুর ও রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ৮ ডিসেম্বর মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সমস্ত কাজকর্মের হিসেব নেবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন জেলাশাসক, বিডিও সহ সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ ডিসেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এই সফর নিশ্চিত হলো তারিখ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। প্রয়োজনে এই সফর সূচি বদল করা হতে পারে বলে জানা যাচ্ছে।