India-NZ Test: ব্যর্থ জাদেজা-অশ্বিনদের লড়াই, কানপুরে জয় হাতছাড়া হল ভারতের

0
1

তীরে এসে ডুবল তরী। তিন স্পিনার খেলিয়েও বৈতরণী পার করতে পারল না রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।  কানপুরের পিচে স্পিনের দাপট দেখা গেল ঠিকই, কিন্তু একটু দেরী হয়ে গেল। শেষপর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হল দ্রাবিড়ের দলকে। প্রথম দুটো সেশনে বোলারদের উইকেট তুলতে না পারার খেসারত ড্র দিয়েই দিতে হল টিম ইন্ডিয়াকে।

কানপুরে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৫০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রান তুলে সক্ষম হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে রাহানেরা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ডের জেতার টার্গেট ছিল ২৮৪। দ্বিতীয় ইনিংসে স্পিনারদের দাপটে গুঁড়িয়ে যায় টিম নিউজিল্যান্ড। রবীন্দ্র জাদেজা ও আর অশ্বিন যথাক্রমে ৪টি ও ৩টি উইকেন নেন। কিউইদের মধ্যে টম ল্যাথাম (৫২) ও উইলিয়াম সমারভিল (৩৬) একমাত্র ভাল খেললেন। মিডল অর্ডারে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (২৪) ও রস টেলর (২) ও হেনরি নিকোলসদের (১) দ্রুত সাজঘরে পাঠিয়ে ভারত ম্যাচের রাশ হাতে টেনে নিয়েছিল। কিন্তু জাদেজা-অশ্বিন ও অক্ষর প্য়াটেলের স্পিন ত্রয়ী রচিন ও আজাজকে নড়াতে পারলেন না। কিউয়িদের ৯টি উইকেট তুলে নিতে পারলেও, আর একটি কিছুতেই তুলতে পারলেন না তারা। যার ফলে ড্র হয়ে গেল সিরিজের প্রথম টেস্ট। দুই ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হল অশ্বিন, রাহানেদের।

আরও পড়ুন- TMC MEETING: দলীয় সংবিধানে পরিবর্তন, ওয়ার্কিং কমিটিতে ভিন রাজ্যের নেতারাও: তৃণমূল বৈঠকে সিদ্ধান্ত