Congress: কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা প্রদেশ কংগ্রেস নেত্রীর

0
1

রবিবারের পর সোমবার। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই অশান্তির আগুনে পুড়ছে কংগ্রেস। রবিরার দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সময় প্রদেশ কংগ্রেসের অফিসে ব্যাপক বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। সোমবারেও এক চিত্র। রবিবারের বিক্ষোভের পর সোমবার তার চেয়ে একধাপ এগিয়ে আত্মহত্যার চেষ্টা। সোমবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গুঞ্জন বিবি নামে এক দলীয় নেত্রী। যদিও সেইসময় বিধানভবনে হাজির কর্মীরা মহিলানেত্রীকে গায়ে আগুন দেওয়া থেকে নিরস্ত করেন।

বিবাদের সূত্রপাত্র কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নিয়ে। ওই ওয়ার্ডে মহসিন নামে এক ব্যক্তিকে প্রার্থী করেছে কংগ্রেস। তাতেই ক্ষুব্ধ ওয়ার্ডের আরেক নেতা আকিব গুলজার। এই নিয়ে হেস্তনেস্ত করতে সোমবার দুপক্ষই হাজির হয় বিধান ভবনে। যার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় বিধান ভবনে। এরই মধ্যে আকিব গুলজারের স্ত্রী গুঞ্জন বিবি গায়ে আগুন দিতে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন সেখানে থাকা অন্য কংগ্রেস কর্মীরা। এর পর দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। খবর পেয়ে এন্টালি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই দু’পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- TMC MEETING: দলীয় সংবিধানে পরিবর্তন, ওয়ার্কিং কমিটিতে ভিন রাজ্যের নেতারাও: তৃণমূল বৈঠকে সিদ্ধান্ত