Akhil-Suvendu: শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল!‌ দাবি রাজ্যের মন্ত্রীর

0
1

দলীয় সভায় যোগ দিয়ে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কড়া আক্রমণ রাজ্যের (West Bengal) মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। বিরোধী দলনেতার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল!‌ দাবি অখিল গিরির (Akhil Giri)।

আরও পড়ুন-Congress Agitation: কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

এবার সরাসরি শুভেন্দুর জাল শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরব রাজ্যের মন্ত্রী (Minister Of West Bengal)। রবিবার দলীয় সভায় তৃণমূলের (Trinamool Congress) রামনগরের (Ramnagar) বিধায়ক অখিল গিরি (MLA Akhil Giri) বলেন, ‘‌রাজ্যের বিরোধী দলনেতাকে সকলের সামনে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখাতে বলুন। সব ডিগ্রি তো ভুয়ো। দম থাকলে কাগজ দেখান। আমি খোলা চ্যালেঞ্জ করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের বিরোধী দলেনতা বিহার (Bihar) থেকে জাল শংসাপত্র আনিয়েছেন।’ মৎস্যমন্ত্রী এদিন আরও বলেন, “শুভেন্দু অধিকারী (Akhil-Suvendu) বড় বড় কথা বলেন। রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ’ বলেন। ওঁ তো বিশাল পণ্ডিত! ও কাগজ দেখাক।”

আরও পড়ুন-Parlament: আলোচনা ছাড়াই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, গান্ধী মূর্তির পাদদেশে ধরনা তৃণমূলের

রাজ্যের মন্ত্রী অখিল গিরির এমন দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে চর্চা। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগেও একাধিকবার শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অখিল গিরি (Akhil-Suvendu)। দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে।