SouravGhoshal: অনন্য নজির গড়লেন ভারতের সৌরভ ঘোষাল

0
1

স্কোয়াশের কোর্টে অনন্য নজির গড়লেন ভারতের সৌরভ ঘোষাল( SouravGhoshal)। শনিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগে জিতলেন সৌরভ। আর এরই জয়ের সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে এই চ্যাম্পিয়নশিপ জিতলেন সৌরভ। ৫৫ মিনিটের ম্যাচে ১১-৭, ১১-৮, ১৩-১১ ফলে জিতলেন তিনি।

শনিবার ফাইনালে চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই কলম্বিয়ার মিগুয়েল রডরিগেজকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন সৌরভ। বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিং-এ পঞ্চদশ স্থানে রয়েছেন সৌরভ। এই জয়ের পর সৌরভ বলেন,” অবশ্যই এটা খুব ভালো লাগছে। আমি বেশ কিছু উন্নত মানের খেলোয়াড়দের হারিয়েছি। ফাইনাল ম‍্যাচটা অসাধারণ হয়েছে। এই জয় আমার কঠিন পরিশ্রমের ফল।”

আরও পড়ুন:Isl Derby: ডার্বি হারের পর কী বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ?