Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আইএসএলে তিনে তিন। ডার্বি  জয় এটিকে মোহনবাগানের । শনিবার আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল হাবাসের দল। বাগানের হয়ে তিন গোল রয় কৃষ্ণা, মনবীর সিং, লিস্টোন কোলাসোর। ম‍্যাচের জনি কাউকো।

২) অক্ষর প‍্যাটেল,রবীচন্দ্রন অশ্বিনের বোলিং-এর দাপটে নিউজিল্যান্ডের  বিরুদ্ধে  ম‍্যাচে ফিরল ভারত । ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১ উইকেটে ১৪। কানপুরে ৬৩ রানে এগিয়ে অজিঙ্কে রাহানের দল।

৩) ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টেস্টে নজির গড়লেন ভারতীয় বোলার অক্সর প‍্যাটেল। মাত্র চারটি টেস্টে সাত ইনিংস বল করে পাঁচ বার পাঁচ উইকেট নিলেন তিনি। ভারতের হয়ে তিনিই প্রথম বোলার, যিনি এত কম ম্যাচ খেলে পাঁচ বার পাঁচ উইকেট নিলেন।

৪) সিএসকের প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি। সূত্রের খবর ধোনি চান, তাঁর জায়গায় অন্য কোনও যোগ্য ক্রিকেটার চেন্নাইয়ের তালিকায় ১ নম্বরে থাকুক।

 

৫) দক্ষিণ আফ্রিকা সফর থেকে এখনই ফিরিয়ে  আনা হচ্ছে না ভারতীয় এ দলকে, জানাল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফের থেকে কোন তথ্য না পেলে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানাল বিসিসিআই।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন