আগামী বছর বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে(UttarPradesh)। তবে হিন্দুত্বের ধ্বজা হাতে যোগী আছেন বহাল তবিয়তে। নামবদলের ধারা জারি রেখে চিরপরিচিত আগ্রার(Agra) মুঘল রোডের নাম পরিবর্তনের পথে হাঁটতে চলেছেন যোগী আদিত্যনাথ(YogiAdityanath)। অতীতের মুঘল রোড(Mughal road) এবার যোগীর দৌলতে হতে চলেছে মহারাজা অগ্রসেন রোড(Maharaja Agrasen road)। নাম বদলে পিছনে অবশ্য যুক্তি খাড়া করেছেন আগ্রার মেয়র নবীন জৈন। তার দাবি কমলা নগরের বাসিন্দারা চাইছেন এই নাম হোক রাস্তাটির।

কথিত আছে, অগ্রসেন ছিলেন প্রাচীন কালের বণিক নগরী অগ্রোহার রাজা। ভগবান রামের ছেলে কুশের বংশের লোক ছিলেন তিনি। যার ফলে মুসলিম ছোঁয়া থাকা মুঘল রোড পরিবর্তন করে মহারাজা অগ্রসেনের নামে ভোট ময়দানে হিন্দুত্বের তুলি টানছেন যোগী। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই রাজ্যে মুসলিম ছোঁয়া থাকা একাধিক জায়গার নাম পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের আগে এবার শেষ লগ্নে মুঘল রোডের নাম পরিবর্তন করে মহারাজা অগ্রসেন রোড করার পথে যোগী।














































































































































