KMC TMC: এবার কলকাতা পুরভোটে টিকিট পেলেন না তৃণমূলের যে সকল প্রতিনিধি

0
1

নবীন-প্রবীণ মিশেলে, স্বচ্ছ ভাবমূর্তি ও যুবসমাজের রাজনীতির মূল স্রোতে আনার এক ইতিবাচক শপথের মধ্যে দিয়েই কলকাতা পুরভোটের ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লক্ষ্য ১৪৪ ওয়ার্ডেই জয়লাভ। যার দরুন এবার ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে বাদ পড়তে হয়েছে বিগত দিনের বেশকিছু পুর প্রতিনিধি ও ঘাসফুল প্রার্থীদের।

এক নজরে এবার কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন যাঁরা

১ নম্বর ওয়ার্ড: সীতা জয়সয়ারা

২ নম্বর ওয়ার্ড: পুষ্পালী সিনহা

৮ নম্বর ওয়ার্ড: পার্থ মিত্র

১২ নম্বর ওয়ার্ড: প্রণতি ভট্টাচার্য

১৬ নম্বর ওয়ার্ড: সাধন সাহা

২৫ নম্বর ওয়ার্ড: স্মিতা বক্সি

৩১ নম্বর ওয়ার্ড: সুনন্দা গুহ

৪০ নম্বর ওয়ার্ড: স্বপ্না দাস

৪৮ নম্বর ওয়ার্ড: সত্যেন্দ্রনাথ দে

৫১ নম্বর ওয়ার্ড: সঞ্চিতা মণ্ডল

৬৪ নম্বর ওয়ার্ড: ইকবাল আহমেদ

৭৩ নম্বর ওয়ার্ড: রতন মালাকার

৮৩ নম্বর ওয়ার্ড: মঞ্জুশ্রী মজুমদার

৯৩ নম্বর ওয়ার্ড: রতন দে

৯৪ নম্বর ওয়ার্ড: অর্চনা সেনগুপ্ত

১০০ নম্বর ওয়ার্ড: সুস্মিতা দাম

১০৬ নম্বর ওয়ার্ড: মধুমিতা চক্রবর্তী

১১৯ নম্বর ওয়ার্ড: অশোকা মণ্ডল

১২৬ নম্বর ওয়ার্ড: শিপ্রা ঘটক

১৩১ নম্বর ওয়ার্ড: শোভন চট্টোপাধ্যায়

১৩৮ নম্বর ওয়ার্ড: তপশিরা বেগম

১৩৯ নম্বর ওয়ার্ড: আফতাবউদ্দিন আহমেদ

১৪১ নম্বর ওয়ার্ড: মমতাজ বেগম

আরও পড়ুন- KMC 8: প্রথম দিনের প্রচারেই বাজিমাত করলেন শশী-কন্যা পূজা