Isl Derby: ডার্বির মহারণ, লাল-হলুদকে বিশেষ বার্তা এই প্রাক্তনীর

0
2

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের ( Sc Eastbrngal) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ( Atk mohunbagan)। সেই জ্বরেই কাঁপছে ফুটবল প্রেমীরা। আর এই জ্বরে গা ভাসিয়েছেন লাল-হলুদের প্রাক্তনীরাও। তাই তো সূদুর চীন থেকে লাল-হলুদের জন‍্য বিশেষ শুভেচ্ছা পাঠালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফিজিকাল ট্রেনার কার্লোস নোদার। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লাল-হলুদের জন‍্য শুভেচ্ছা বার্তা পাঠালেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নোদার লিখেন,” চীন থেকে আজকের ডার্বির জন্য সকল ইস্টবেঙ্গল সমর্থকদের আমার সমর্থন পাঠাচ্ছি। এই ডার্বিতে আমার অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমি প্রতিবারই জিতেছি। যতই মনে হোক আমি দূরে রয়েছি, আমি মনে করি তোমরা আমার কাছে রয়েছ। জয় ইস্টবেঙ্গল। সব সময় আমরা এক পরিবার।”

২০১৮-১৯ মরশুমে কোয়েস ইস্টবেঙ্গলের ফিজিকাল ট্রেনার হিসেবে কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সঙ্গে ছিলেন নোদার। বর্তমানে তিনি চীনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব উহান থ্রি টাউন্স এফসি দলের ফিজিকাল ট্রেনার হিসেব কাজ করছেন।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস