Csk: সিএসকের প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি: সূত্র

0
3

আগামী বছর থেকে শুরু হচ্ছে ১০ দলের আইপিএল( Ipl)। তার আগে বড় নিলামে বসতে চলেছে আইপিএল কতৃপক্ষ। সেই অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো আট আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেইন্ড খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। সূত্রের খবর চেন্নাই সুপার কিংস ( Csk) ইতিমধ্যে তাদের চার খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর চেন্নাই সুপার কিংসের প্রথম রিটেইন খেলোয়াড় হতে পারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( Ms Dhoni)। আর সেক্ষেত্রে সর্বোচ্চ ১৬ কোটি টাকার বেতন পাবেন ধোনি। একাধিক রিপোর্ট অনুযায়ী প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি।

একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, যে চার ক্রিকেটারকে চেন্নাই ধরে রাখতে চাইছে তার মধ্যে এক নম্বরে রয়েছেন ধোনি। আর ধোনি নাকি নিজেই চাইছেন না অন্য ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে। কারণ প্রথম যে ক্রিকেটারকে কোনও ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে তাকে দিতে হবে ১৬ কোটি। পরের তিন জন ক্রিকেটারকে দিতে হবে যথাক্রমে ১২, ৮ ও ৬ কোটি টাকা। সূত্রের খবর ধোনি চান, তাঁর জায়গায় অন্য কোনও যোগ্য ক্রিকেটার চেন্নাইয়ের তালিকায় ১ নম্বরে থাকুক। এছাড়াও সেই রিপোর্টে বলা হয়েছে, ধোনি ছাড়াও চেন্নাই চাইছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওপেনার রুতুরাজ গায়কোয়াডকে ধরে রাখতে।

আরও পড়ুন: BCCI: দক্ষিণ আফ্রিকা সফর থেকে এখনই ফিরিয়ে আনা হচ্ছে না ভারতীয় এ দলকে, জানাল বিসিসিআই