Bilkis: প্রার্থী ঘোষণার পরদিনই বড় চমক, সিপিআইএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম

0
3

কলকাতা পুরভোটে তৃণমূল ও বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই বড় চমক। জোড়া ফুলে যোগ দিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিআইএম (Cpim) কাউন্সিলর বিলকিস বেগম (Bilkis Begam)। টানা দশ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিলকিস। কিন্তু এবার তাকে টিকিট দেয়নি সিপিআইএম। বিলকিসের আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ফৈয়াজ আহমেদ খান। পরে ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ার পর থেকেই ওই আসনে প্রার্থী ছিলেন বিলকিস বেগম। দলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই শুক্রবার তৃণমূল (Tmc) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান তিনি।

২০১৫-তে তৃণমূলের ঝড়েও খিদিরপুরের ৭৫ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে জয়ী হন সিপিআইএম প্রার্থী বিলকিস। পুরসভার অধিবেশনেও বিরোধীপক্ষের হয়ে সক্রিয় ভূমিকায় দেখা যেত বিলকিসকে। কিন্তু বৃহস্পতিবার, তৃণমূলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। কিন্তু সেই তালিকায় নাম নেই বিলকিস বেগমের। ওই ওয়ার্ডে ফের বামেদের প্রার্থী হয়েছেন ফৈয়াজ আহমেদ খান। তারপরই তৃণমূলে যোগ দিলেন বিলকিস।

ঘোর তৃণমূল জমানাতেও নিজের আসন ধরে রেখেছিলেন যিনি, পুরভোটের টিকিট না পেয়ে সেই বিলকিস দলের উপর চূড়ান্ত ক্ষুব্ধ বলে মনে করছেন অনেকেই সেই কারণেই দলবদলে সিদ্ধান্ত। এদিন ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিপিআইএম কাউন্সিলর।

আরও পড়ুন:Hoogli: দুয়ারে শিক্ষক: হুগলির বৈদবাটিতে অভিনব উদ্যোগ