Amir-Kiran : বিচ্ছেদের পরেও ছেলের ফুটবল দেখতে মাঠে একসঙ্গে আমির-কিরণ

0
1

বেশ কয়েক মাস হল তাদের বিয়ে ভেঙে গেছে । আমির খান আর কিরণ রাও (Amir Khan & Kiran Rao) এখন আর স্বামী-স্ত্রী নন। শুধুই বন্ধু । বিচ্ছেদের পরও তাঁদের বন্ধুত্ব একই রকম থাকবে। অন্তত ছেলের জন্য তাঁরা একসঙ্গে সময় দেবেন সে কথা দিয়েছিলেন। সেই কথা রেখেই ছেলে আজাদের একটি ফুটবল ম্যাচে একসঙ্গে উপস্থিত থেকে আজাদকে উৎসাহ দিয়েছেন তাঁরা। শনিবার আজাদের ফুটবল ম্যাচে বাবা, মা হিসেবে হাজির ছিলেন আমির এবং কিরণ।

এদিকে ইতিমধ্যেই আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা আমির খান অভিনীত নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। আর তারপরেই নাকি তৃতীয় বিয়েটি সেরে ফেলবেন আমির। যদিও আমির বা কিরণ কেউই এ নিয়ে কোনো মন্তব্য করেননি কোথাও । তবে খবর, ‘দঙ্গল’ ছবিতে আমিরের সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আর এই নতুন সম্পর্কের জেরেই নাকি কিরণের সঙ্গে তাঁর দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। যদিও এ খবরের সত্যতাও তাঁরা স্বীকার করেননি।