India-New Zealand: অক্ষর-অশ্বিনের বোলিং-এর দাপটে কিউয়িদের বিরুদ্ধে ম‍্যাচে ফিরল ভারত

0
2

অক্ষর প‍্যাটেল(axar patel),রবীচন্দ্রন অশ্বিনের( R Ashwin) বোলিং-এর দাপটে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে  ম‍্যাচে ফিরল ভারত ( India)। ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১ উইকেটে ১৪। কানপুরে ৬৩ রানে এগিয়ে অজিঙ্কে রাহানের দল।

দ্বিতীয় দিন টম লাথাম ও উইল ইয়ং শতরানের পার্টনারশিপে বেশ সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিল কিউয়িরা।  তবে তৃতীয় দিনে দুর্দান্তভাবে কামব্যাক করল ভারত। সৌজন্যে অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। তৃতীয় দিনের শুরুতে উইল ইয়ংকে ৮৯ রানে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। আর তারপরেই অধিনায়ক কেন উইলিয়ামসনকে  প্যাভিলিয়নে পাঠান উমেশ যাদব। উইলিয়ামসন করেন ১৮ রান। আর এর জেরে নিউজিল্যান্ড চাপে পড়ে যায়। আর তারপর শুরু হয় অক্ষর প্যাটেলের বোলিং-এর দাপট। ৬২ রানে পাঁচ উইকেট তোলেন এই বাঁ হাতি স্পিনার। কাইল জেমিসন শেষের দিকে ২৩ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু বাকিরা কেউই যোগ্য সঙ্গত দেননি। যার ফলে ২৯৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন অক্ষর প‍্যাটেল। ৩ উইকেট নেন অশ্বিন। একটি করে উইকেট নেন উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:Csk: সিএসকের প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি: সূত্র

তবে দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১ রানেই আউট হন শুভমন গিল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পুজারা। কিউয়িদের হয়ে একটি উইকেট নেন কেইলি জেমিসন।