Raniganj: রানিগঞ্জে স্পঞ্জ কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, ছাই চাপা পড়ে নিখোঁজ ৩ শ্রমিক

0
2

ভয়াবহ দুর্ঘটনা ঘটলো রানিগঞ্জের(Raniganj) স্পঞ্জ আয়রন কারখানা। ফ্লাই অ্যাশের(Fly ash) স্টোরেজ ট্যাংক ভেঙে ছাইয়ের নিচে চাপা পড়লেন ৩ শ্রমিক। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, শনিবার স্পঞ্জ আয়রন কারখানায় জমা করা ফ্লাই অ্যাশ স্টোরেজ ট্যাংকটি ভেঙে পড়ে। সেই সময় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক(Workers)। শ্রমিকদের একাংশের দাবি, তিনজন নিচে চাপা পড়ে যান। শিবনাথ রাম নামে এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ তিনজন। তাঁরা হলেন রানিগঞ্জের বল্লভপুরের বাসিন্দা তন্ময় ঘোষ, অন্ডালের হরিশপুরের বাসিন্দা দিলীপ গোপ এবং বাঁকুড়ার পলাশডাঙার বাসিন্দা শিবশংকর ভট্টাচার্য।

আরও পড়ুন:Vasundhara Goswami: ক্ষিতি কন্যা বসুন্ধরাকে প্রার্থী করে কলকাতা পুরভোটে চমক তৃণমূলের

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যদিও পুলিশ ও দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এই ফ্লাই অ্যাশ (Fly Ash) দিয়ে ইট তৈরি হয। ধস কবলিত এলাকা বা জলাজমি ভরাটের কাজেও লাগে ফ্লাই অ্যাশ।