Tripura Vote: সুপ্রিম কোর্টে পুরভোটের গণনা স্থগিতের আর্জি তৃণমূলের, বিপুল সন্ত্রাস-রিগিংয়ের অভিযোগ রাজীবের

0
3

ত্রিপুরার (Tripura) পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ফের শীর্ষ আদালতে অভিযোগ তৃণমূলে। শুক্রবারই, গণনা স্থগিত করার আর্জি জানিয়েছে তারা। মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি বলেই এই আবেদন। এদিন, আগরতলায় সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের (Tmc) স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmik) এবং রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Bandopadhyay)। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, যেসব জায়গায় 75 শতাংশ ভোট পড়েছে সেখানে গিয়ে আদালতের তত্ত্বাবধানে থাকা প্যানেল দেখুক সত্যিই অঞ্চলের কত মানুষ ভোট দিতে পেরেছেন! তাঁদের হাতে ভোটের কালি আছে কি না? ভোটের নামে ত্রিপুরায় প্রহসন করেছে বিপ্লব দেবে সরকার। বিপুল সন্ত্রাস আর ছাপ্পা ভোট হয়েছে। বিজেপির মন্ত্রী-বিধায়করা নিজে দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছেন। বিরোধীদের বুথে ঘেঁষতে দেওয়া হয়নি। ভোট দিতে পারেননি সাধারণ মানুষ। বৃহস্পতিবার, সমস্ত সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হয়েছে। এই কারণেই গণনা স্থগিতের তাঁরা আর্জি জানিয়েছেন বলে জানান রাজীব। তিনি বলেন, বিন্দুমাত্র গণতান্ত্রিক পরিবেশ নেই ত্রিপুরায়। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

তবে, একই সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নির্দেশে লড়াইয়ের ময়দানে ছাড়বেন না তাঁরা। ত্রিপুরার মানুষ তাঁদের পাশে আছেন। প্রতিকূল পরিবেশেও সে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবে তৃণমূল।

আরও পড়ুন:Narendra Modi: সংবিধান দিবসের অনুষ্ঠানে পরিবারতন্ত্র ইস্যুতে বিরোধীদের বিঁধলেন মোদি

সুপ্রিমকোর্টে তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় অবাধ এবং শান্তিপূর্ণ পুরভোট করানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছিল, তা মানা হয়নি। এ নিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে। তৃণমূল দাবি, আদালতের তত্ত্বাবধানে থাকা প্যানেল এ নিয়ে তদন্ত করুক।