Bcci: দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন রূপ চিন্তায় ফেলেছে বিসিসিআইকে

0
1

দক্ষিণ আফ্রিকায় ( Soth Africa) করোনা (Corona) ভাইরাসের নতুন একটি রূপ চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। আর এতেই চিন্তা বাড়িয়েছে ক্রিকেট মহলে। কারণ ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেই ম‍্যাচ খেলতে ৮ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সূত্রের খবর,তার আগে করোনা ভাইরাসের এই নতুন রূপ চিন্তায় রাখছে বিসিসিআইকে।

দক্ষিণ আফ্রিকায় চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন রূপ। ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর তাই নির্ভর করে রয়েছে কেন্দ্রের উপর। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, বিসিসিআই তাকিয়ে রয়েছে কেন্দ্রের সিদ্ধান্তের দিকেই।

১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ভারত ‘এ’ দল এই মুহূর্তে  দক্ষিণ আফ্রিকাতেই রয়েছে। তিনটি বেসরকারি টেস্ট খেলবে তারা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে। সেই সিরিজের প্রথম টেস্ট চলছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিরাট কোহলিদের সফরের ব্যাপারে বিসিসিআই অপেক্ষা করে রয়েছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর।

আরও পড়ুন: India-New Zealand: লাথাম-ইয়ং জুটির দাপটে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউয়িরা