করোনাকালে প্রচলন বেড়েছে ‘ওয়ার্ক ফ্রম হোমের’। করোনা অতিমারির বাড়বাড়ন্তে বাড়ি থেকেই কাজ করছেন একাধিক সংস্থার কর্মীরা। কিন্তু অনেকক্ষেত্রে অভিযোগ এসেছে যে, বাড়ি থেকে কাজ করলেও চাপ বেড়েছে কাজের। অফিস টাইম শেষ হওয়ার পরেও ব্যক্তিগত সময়ে অফিসের বসের ফোন বা মেসেজে কর্মীরা বেশ সমস্যার মধ্যে পড়ছেন। এবার এই নিয়ম বন্ধ করতে নয়া শ্রম আইন আনল পর্তুগাল সরকার।

পর্তুগালের সংসদে পাশ হওয়া নতুন নিয়ম অনুযায়ী, অফিস সময়ের বাইরে কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য নিয়োগকর্তারা জরিমানা মুখে পড়তে পারেন। এমনকি দূর থেকে কাজ করার জন্য কর্মীদের বিদ্যুতের বিলের খরচ ও ইন্টারনেটের খরচও দিতে হবে পর্তুগালের সংস্থাগুলিকে। কিন্তু যে সংস্থায় কর্মীর সংখ্যা ১০ জনের কম সেখানে এই নিয়ম প্রযোজ্য হবে না। কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে, পরিবারকে সময় দিতেই এই ধরনের আইনে সম্মতি দিয়েছে পর্তুগাল সরকার।
আরও পড়ুন- Bcci: দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন রূপ চিন্তায় ফেলেছে বিসিসিআইকে



































































































































