মধ্যপ্রদেশে দুর্গ-উধমপুর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি কামরা

0
1

ফের একবার ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শুক্রবার দুর্গ-উধমপুর এক্সপ্রেসের(durg Udhampur express) শীততাপ নিয়ন্ত্রিত চারটি কামরায় আগুন লাগে। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগ্নিকাণ্ডের(Fire) জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পৌঁছেছেন রেলের(Rail) আধিকারিকরাও।

জানা গিয়েছে, রাজস্থানের ধুলপুর এবং মধ্যপ্রদেশের মোরেনার মাঝামাঝি জায়গায় ছিল ওই ট্রেনটি। ২০৮৪৮ নম্বর জম্মু তাওয়ি দুর্গ এক্সপ্রেসটি ঝাঁসির দিকে যাচ্ছিল। এদিন ওই ট্রেনটি হেতমপুর স্টেশনের কাছে পৌঁছনোর পর, বিকেল চারটে নাগাদ ট্রেনের কামরায় আগুন চোখে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ট্রেনের দুটি বগি অনেকটা অংশ পুড়ে গিয়েছে। যদিও বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক দমকল বাহিনী কাজ করছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।