Nandigram: বিজেপির হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম, আক্রান্ত কৃষি আধিকারিক

0
3

বিজেপির (BJP) হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)।কৃষি দফতরের আধিকারিককে মারধরের অভিযোগ বিজেপির মহিলা সংগঠনের নেত্রীদের বিরুদ্ধে। আক্রান্ত কর্তব্যরত আধিকারিক।

আরও পড়ুন: Punjab: নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল পাঞ্জাব কংগ্রেসে, এবার অনশনে বসার হুঁশিয়ারি সিধুর

শুক্রবার সকালে কৃষিক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কৃষি দফতরে ডেপুটেশন দিতে যায় বিজেপি। অভিযোগ, বিজেপির মিছিল চলাকালীন কৃষি দফতরের আধিকারিককে লাথি, কিল, চড়, ঘুষি মারেন বিজেপির মহিলা কর্মীরা। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকায়।

কৃষি দফতর (Department of Agriculture) সূত্রে খবর, স্মারকলিপি জমা দিতে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির মিছিল দফতরে ঢোকার সময় সেখান থেকে বেরোচ্ছিলেন বরুণ মণ্ডল নামে ওই আধিকারিক। তখনই তাঁর উপর চড়াও হন মহিলারা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম (Nandigram) থানার পুলিশ।

আরও পড়ুন: TMC: মেঘালয়ে ভাঙনের পর সুর নরম, তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি কংগ্রেস

প্রশ্ন উঠছে, কর্তব্যরত অবস্থায় কীভাবে একজন সরকারি কর্মী আক্রান্ত হলেন? তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অভিযোগ, এই ঘটনার পিছনে নন্দীগ্রামের বিধায়কের হাত রয়েছে। এলাকায় অশান্তির চেষ্টা করছে বিজেপি অভিযোগ রাজ্যের শাসকদলের।