Accident:নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর উল্টে গেল ডাম্পার, মৃত ৪

0
1

নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা দোকানে ঢুকে পড়ল পাথরবোঝাই ডাম্পার। মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত ৩ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইন্টার্ন বাইপাসে(Siliguri Eastern Bypass)। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ শিলিগুড়ি শহর লাগোয়া ইন্টার্ন বাইপাস দিয়ে যাচ্ছিল পাথরবোঝাই একটি ডাম্পার। জলেশ্বরী বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ডাম্পারের চালক। প্রথমে রাস্তার দুধারে বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারতে থাকে। এরপর সোজা দুটি দোকানে উপর ডাম্পারটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান ৪ জন।

আরও পড়ুন:Earthquake : ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা, কম্পন অনুভূত বাংলাদেশেও

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এলাকায় স্থানীয় ভক্তিনগর থানার(Bhaktinagar Police Station) আইসি-সহ পুলিশ আধিকারিকরা পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।যদিও কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে পুলিশ।