পুরভোটের আগের রাত থেকেই অশান্ত ত্রিপুরা

0
3

আজ ত্রিপুরায় চলছে পুরভোট। আজ সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত।
নিরাপত্তায় মোতায়েন আছে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর), ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ। আজ ত্রিপুরার ২০টি থানা এলাকার মোট ৬৪৪টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে ৩৭০টি ভোট কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ২৭৪টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।

যদিও পুরভোটের আগে অশান্ত ত্রিপুরা। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে হামলা। মারধর ২ পোলিং এজেন্টকেও। অভিযোগ অস্বীকার বিজেপির।
ত্রিপুরায় পুরভোটে আগের রাতে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। তৃণমূলের অভিযোগ, আমবাসায় ১২ নম্বর ওয়ার্ডে তাদের প্রার্থী স্বপ্না পাল ও আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামল পালের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও তিনটি ঘটনাতেই হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।