Virat Kohli: অনুশীলনে বিরাটকে পরামর্শ সঞ্জয় বাঙ্গারের, দ্বিতীয় টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নিতে মরিয়া কোহলি

0
1

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-নিউজিল‍্যান্ড (India-New Zealand) টেস্ট সিরিজ। প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। তবে ৩ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন কোহলি। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত তিনি। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান আসেনি। তাই তো দ্বিতীয় টেস্টের আগে নিজেকে প্রস্তুত করতে মরিয়া কোহলি। এদিন অনুশীলনে কোহলিকে পরামর্শ দিতে দেখা যায় ভারতের প্রাক্তন ব‍্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। অনুশীলনে দীর্ঘক্ষন সময় কাটান দুজনে।

উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হয়েছেন বাঙ্গার। ফলে আগামী দিনে এই দু’জনকে ফের জুটি বাঁধতে দেখা যাবে। ৩ তারিখ মুম্বইয়ে ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের জন‍্য নিজেকে প্রস্তুত করতে মরিয়া কোহলি।

আরও পড়ুন:Indian Football: ‘ব্রাজিল ম‍্যাচে আমরা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামব’, বললেন ভারতীয় মহিলা দলের হেডস‍্যার