বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট (India-New Zealand Test) সিরিজ। প্রথম টেস্টে প্রথম দিনে চালকের আসনে অজিঙ্কে রাহানের ( Ajinkya Rahane) দল। দিনের শেষে ভারতের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৫৮। সৌজন্যে শ্রেয়স আইয়র এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত ইনিংস।
কানপুরে সিরিজের প্রথম টেস্টটি স্মরণীয় হয়ে থাকবে শ্রেয়স আইয়ারের কাছে। অভিষেক টেস্টে দৃঢ়তার পরিচয় দেখিয়ে দুরন্ত অর্ধশতরান করে ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন তিনি। ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। কিন্তু ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ১৩ রানে আউট হয়ে যান মায়াঙ্ক আগরওয়াল। এরপর শুভমন গিলের সঙ্গে বেশ ভালো পার্টনারশিপ গড়েন চেতেশ্বর পুজারা। দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ৫২ রান করেন তিনি। ২৬ রান করেন চেতেশ্বর পুজারা। ৩৫ রান করেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। এরপরই চাপের মধ্যে থেকে দলকে টেনে তোলেন চলতি টেস্টে অভিষেককারী শ্রেয়স আইয়র এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নিজেদের মধ্যে শতরানের জুটি বাঁধেন তাঁরা। অভিষেক ম্যাচেই অর্ধশতরান করেন শ্রেয়স। অর্ধশতরান আসে জাদেজার ব্যাট থেকেও। তৃতীয় সেশনে বেশ দ্রুত গতিতে রান করলেন তাঁরা। ৭৫ রানে অপরাজিত শ্রেয়স। অপরদিকে ৫০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন কেইলি জেমিসন। একটি উইকেট নেন টিম সৌদি।