Glenary’s -Darjeeling :  ‘গ্লেনারিজ’ রেস্তোরাঁ কর্তা অজয় এডওয়ার্ডের নতুন রাজনৈতিক দল ‘হামরো পার্টি’

0
1

পারিবারিক সূত্রে রেস্তোরাঁ মালিক তো ছিলেনই। এবার আস্ত একটা রাজনৈতিক দলেরও মালিক হলেন দার্জিলিঙের গ্লেনারিজ রেস্টুরেন্টের (Glenary’s -Darjeeling) কর্ণধার অজয় এডওয়ার্ড। বৃহস্পতিবার মিরিকে তিনি নতুন দল ‘হামরো পার্টির সূচনার কথা জানিয়ে প্রেস কনফারেন্স করেন। সেখানে দলের লোগোর উদ্বোধন করেন। পাহাড়ে বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা এক সময় দুমদাম বনধ ডাকত। সে সময় গ্লেনারিজ কর্তা অজয় ক্ষোভ জানাতেন। এমনই এক বনধের সময়ে অজয়ের সঙ্গে জিওএনএলএফ -এর মিন ঘিসিঙের সখ্যতা বাড়ে। সে সময়ে বনধ বিরোধিতায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অজয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক হয়। তার পরে অজয় জিএনএলএফে যোগ দেন।

চলতি বছরের গোড়ায় মন ঘিসিংয়ের সঙ্গে মতবিরোধ হয় অজয়ের। অজয় দল ছেড়ে দেন কিছুদিন আগে। নতুন দল গড়ার প্রক্রিয়া শুরু করেন।

কিন্তু, পাহাড়ে এযাবৎ যাঁরা দল গড়েছেন বিমল, অনীত থাপা কিংবা হরকাবাহাদুর ছেত্রী, সকলেরই রাজনৈতিক আন্দোলনের মধ্যে উত্থান। সেই তুলনায় অজয়ের রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপট তেমন নেই। ফলে রেস্তোরাঁ মালিক হিসেবে সফল হলেও নেতা হয়ে কতটা জনমন জয় করতে পারবেন সেটা নিয়ে অনেকেরই সংশয় আছে।