AryanKhan-Drug : মন ভালো নেই আরিয়ানের, কী করলেন শাহরুখ-গৌরী? 

0
1

মাদক মামলায় (Drug Case) জামিন পেয়ে এখন প্রায় নজরবন্দি এবং গৃহবন্দি হয়ে রয়েছেন (Shahrukh khan son Aryan Khan) শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান । মাদক মামলায় গ্রেফতার হয়ে বেশ অনেক দিন টানা জেলহাজতে কাটাতে হয়েছে আরিয়ানকে । ফলে মানসিক ভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছেন আরিয়ান। আর এই কঠিন পরিস্থিতি থেকে ছেলেকে বের করে আনতে বলিউডের পেশাদার লাইফ কোচ আফরিন খানের শরণাপন্ন হয়েছেন শাহরুখ-গৌরী। শাহরুখের ম্যানেজার পূজাই আফরিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

বলিউডের বহু নামজাদা শিল্পী নিজেদেরকে সমস্যা থেকে বের করে আনতে আফরিনের সাহায্য ও পরামর্শ নিয়েছেন । এদের মধ্যে উল্লেখযোগ্য রাকেশ রোশন পুত্র সুপারস্টার হৃতিক রোশন। শোনা যায়, স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হৃতিক। সেই সময় মনের স্থিতবস্থা বজায় রাখতে এবং পুনরায় কর্মজীবনে ফিরে আসতে হৃতিককে আফরিন ভীষণ ভাবে সাহায্য করেছিলেন । সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহরুখ-গৌরী আরিয়ানকে সুস্থ করতে আফরিনের শরণাপন্ন হলেন।