Delhi Pollution: দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে এবার মুখ পুড়ল কেন্দ্রের

0
1

দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে এবার মুখ পুড়ল কেন্দ্রের। দূষণ রোধে কেন্দ্রের ভূমিকায় শীর্ষ আদালত খুশি নয়। বুধবারের শুনানিতে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত বেঞ্চের মন্তব্য, দিল্লির দূষণ রোধ করতে আদালত সক্রিয় হলেও কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে। সেই সঙ্গে বেঞ্চের আরও সংযোজন, বিশ্বকে আমরা কী বার্তা দিচ্ছি?
বরং বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ সমস্যা হল, আদালতের থেকে দিল্লিবাসী অনেক কিছু প্রত্যাশা করছে আর সরকার কিছুই করছে না। পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট বলছে, আদালত কিছু পদক্ষেপ করায় দিল্লির দূষণ অনেকটাই কমেছে। দূষণ কমার পরিমান ৪০ শতাংশ। সেটা কতটা ঠিক, তা বেঞ্চ জানে না। কিন্তু দিন মজুররা সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নির্মাণকাজ শুরু করার। কৃষকদের আর্জি ফসলের গোড়া পোড়ানোর।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, দিল্লির দূষণের মাত্রা কমলেও এই মামলার শুনানি চলবে।প্রতিদিন না হলেও দু-দিন অন্তর চলবে এই মামলার শুনানি। দূষণরোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেব।মামলার পরবর্তী শুনানি সোমবার।