BCCI: ভারতীয় দলে মাংস বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই

0
4

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজ। তার আগে গত মঙ্গলবার থেকে, ভারতীয় ক্রিকেটে একধরণের বিতর্ক উঠে এসেছে। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়দের ফিটনেস ও স্বাস্থ্য ঠিক রাখতে ডায়েট চার্টে একটি বড় পরিবর্তন করেছে বিসিসিআই। আর তার মধ্যে একটি বড় বিষয় হল পর্ক ও বিফের নিষেধাজ্ঞা ও হালাল মাংসের আবশ্যিকতা। আর এবার এই নিয়ে মুখ খুলল বিসিসিআই। এই ধরণের খবরের সত্যতাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমাল। এদিন তিনি বলেন, কোন ক্রিকেটার কী খাবেন তা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি বোর্ড।

সংবাদমাধ্যমে অরুণ বলেন, “ক্রিকেটারদের খাদ্যতালিকা নিয়ে বিসিসিআই কখনও কোনও দিন নাক গলায় না। আমরা কোনও খাদ্যতালিকা দেইনি। প্রত্যেক ক্রিকেটার নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খান। সেখানে বিসিসিআইয়ের কোনও ভূমিকা নেই। বিসিসিআই কখনই কোন ক্রিকেটার কী খাবেন তা বলে দেয়না। ক্রিকেটাররা নিজের পছন্দ অনুযায়ী খাবার খেয়ে থাকেন।”

এরপাশাপাশি অরুণ ধূমাল আরও বলেন,” কোনও ক্রিকেটার ইচ্ছা করলে হালাল করা মাংস খেতে পারেন। যেমন অনেক সময় বিদেশি দল এলে কোনও ক্রিকেটার আবেদন করেন তাঁর খাবার জন্য অন্যদের সঙ্গে মিশিয়ে ফেলা না হয়। তবে বিসিসিআইয়ের সামনে কোনও দিন হালাল করা মাংস নিয়ে কোনও ঘটনা আসেনি।”

আরও পড়ুন:Manchester United: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড