Ajinkya Rahane: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবেন শ্রেয়স, সাংবাদিক সম্মেলনে জানালেন রাহানে

0
3

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট ( India-New Zealand Test) সিরিজ। কানপুরে প্রথম টেস্টে অজিঙ্কে রাহানের ( Ajinkya Rahane) নেতৃত্বে নামতে চলেছে ভারতীয় দল ( India Team) । প্রথম টেস্টে দলে নেই বিরাট কোহলি ( Virat Kohli), বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে ( Rohit Sharma) । চোটের কারণে নেই কে এল রাহুলও( Kl Rahul)। সুতরাং এই টেস্টে যে একাধিক নতুন মুখ ও কম্বিনেশন দেখা যাবে, তা নিশ্চিত। এবার প্রথম নতুন মুখের বিষয়ে নিশ্চয়তা দিলেন প্রথম টেস্টের অধিনায়ক অজিঙ্কে রাহানে।

এদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অজিঙ্কে রাহানে নিশ্চয়তা দেন, প্রথম টেস্টে অভিষেক করবেন শ্রেয়স আইয়ার। বারংবার তিনি জানিয়েছেন, শ্রেয়সকে প্রথম টেস্টে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন:BCCI: ভারতীয় দলে মাংস বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই