দশম শ্রেণীর ছাত্রীকে খুন (Murder Case) এক যুবকের। স্কুল যাওয়ার পথে ধড় থেকে মাথা আলাদা করে দিল পাশের বাড়ির এক যুবক। ঘটনাটি ঘটেছে ফালাকাটার (Falakata) খলিসামারি এলাকায়। অন্যদিকে ষষ্ঠ শ্রেনীর ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল নদীর ধার থেকে। দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার মেজবিল এলাকায়।
স্কুল যাবার সময় দশম শ্রেণীর ছাত্রীর ধড় থেকে মাথা (Murder Case) আলাদা করে দিল পাশের বাড়ির এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটার খলিসামারি এলাকায় । স্থানীয় সূত্রে জানা খবর, বুধবার সকালে অঙ্কিতা শীল স্কুল যাবার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। সেই সময় পাশের বাড়ির এক যুবক তার মুখ বেঁধে চুল টেনে তাকে দাঁ দিয়ে গলা কেটে তার মাথা থেকে ধড় আলাদা করে দেয় এমনটা জানিয়েছে মৃতার খুড়তুতো বোন।
অভিযুক্ত যুবককে আটক করেছে ফালাকাটা থানার পুলিশ (Falakata Police Station)। একইসঙ্গে তার পরিবারের প্রত্যেক সদস্যকে ফালাকাটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফালাকাটা থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে খুনি ওই যুবকের নাম স্বপন বিশ্বাস। তার বাড়িও একই গ্রামে। তবে পুলিশ আগামীকাল ওই যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-SSC ভবন অভিযান ঘিরে পুলিশ বামেদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র, বিক্ষোভ বিধাননগর থানার সামনেও
অন্যদিকে, নদীর ধার থেকে এক ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মেজবিল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম মনোজ বর্মন বয়স (১২ )বছর। ষষ্ঠ শ্রেনীর শীলবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
মঙ্গলবার বিকেলে মনোজ সাইকেল নিয়ে মেজবিল গ্রামে রাসের মেলা দেখতে গিয়ে রাতে আর বাড়ি ফেরেনি। রাতেই বাড়ির লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো হদিস মেলেনি তার। বুধবার সকালে পড়ুয়ার বাবা সুনীল বর্মন সোনাপুর পুলিশ ফাঁড়িতে যখন ছেলের নিখোঁজ এফআইআর করতে যান, তখনই মধ্য মেজবিল এলাকায় বুড়ি তোর্সা নদীর ধারে ওই যুবকের দেহ পরে আছে বলে খবর আসে। এরপর এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গিয়েছে ওই মৃতের শরীরে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে ওই ছাত্রের তা কিন্তু সঠিক কেউই বলতে পারছে না। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কী কারণে মৃত্যু হয়েছে মনোজের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।















































































































































