Mohammedan sporting club: ইস্তফা দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গুলাম আশরফ

0
3

ইস্তফা দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan sporting club) সভাপতি গুলাম আশরফ (Gulam Ashraf)। মঙ্গলবার সরকারিভাবে ইস্তাফা দেন তিনি। ব‍্যাক্তিগত কারণে ক্লাবকে সময় না দিতে পারায়, সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গুলাম আশরফ। তবে মহামেডান থেকে সরে দাঁড়ালেও, ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা অটুট থাকবে বলে জানান গুলাম আশরফ।

মাত্র কয়েকমাস সাদা-কালো ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন গুলাম আশরফ। এই কয়েকমাসেই ক্লাবের কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। মহামেডান ক্লাবের কোন দিকটিতে নজর দিলে ক্লাবের ভালো হবে তা সবসময়ই ভাবতেন গুলাম আশরফ। চলতি বছর ডুরান্ড ক্লাব ফাইনালে দলকে সার্পোট করতে মাঠে উপস্থিত হয়েছিলেন তিনি। এছাড়াও ৪০ বছর পর মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হওয়ায় উচ্ছসিত গুলাম আশরফ।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস