Roy Krishna: ডার্বিতে ফোকাসড রয় কৃষ্ণা, ম‍্যাচের আগে লাল-হলুদকে সমীহ ফিজি তারকার

0
2

বেজে গিয়েছে ডার্বির ( Derby) দামামা। আগামী ২৭ নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বড় ম্যাচ। আর ম‍্যাচ ঘিরে ফুটবল জ্বরে কাবু বাংলার তথা ভারতের আপামর ফুটবলপ্রেমী মানুষ। পিছিয়ে নেই ফুটবলাররাও। ডার্বি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই’দলের ফুটবলাররা। কেরলা ব্লাস্টার্সের ম‍্যাচ ভুলে ২৭ নভেম্বরের বড় ম‍্যাচ নিয়ে ফোকাসড এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan) তারকা বিদেশি রয় কৃষ্ণা ( Roy Krishna)। এদিন তিনি বলেন, ডার্বিতে ভালো খেলাই লক্ষ‍্য আমাদের।

এদিন রয় কৃষ্ণা বলেন,”আমার এই ম্যাচে সবসময় প্রধান লক্ষ্য হবে দলকে ডার্বি জয়ে সাহায্য করা। সে নিজে গোল করেই হোক বা গোল করতে সাহায্য করেই হোক। তবে প্রত্যেক ম্যাচে গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে রাখাও আমার কাছে ব্যক্তিগত চ্যালেঞ্জ।”

প্রথম ম‍্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের ম‍্যাচ দেখেছেন কৃষ্ণা। ডার্বির আগে প্রতিপক্ষের ম‍্যাচ নিয়ে কৃষ্ণা বলেন, আমি ইস্টবেঙ্গলের ম‍্যাচ দেখেছি। এই মরশুমে ওরা খুব ভালো দল। ওদের ব‍্যাকলাইন যথেষ্ট শক্তিশালী। আর সব থেকে বড় কথা ওদের গোলপোস্টের নিচে অরিন্দম ভট্টাচার্য্য থাকবে। আর অরিন্দম গত মরশুমে সেরা গোলরক্ষক হয়েছে। এটা একটা বড় সুবিধা ইস্টবেঙ্গলের।”

আরও পড়ুন:Karim Benzema: শাস্তি পেলেন বেঞ্জিমা, এক বছরের জেলের পাশাপাশি জরিমানা ঘোষণা করল ফ্রান্সের আদালত