মঙ্গলবার গভীর রাতে উল্টোডাঙার আরিফ রোডে ডালের গুদামে বিধ্বংসী আগুন লাগে (fire at ultodanga) । গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই । প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। দমকলে খবর যায় । দমকলের ১২ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জানা গিয়েছে, রাতে ডালের গুদামে কাজ চলছিল। কাজ চলাকালীন আচমকাই একটি বিস্ফোরণের শব্দ হয়। তারপর আগুন ধরে যায় গুদামে। দাহ্য পদার্থ চারদিকে ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । প্রাথমিকভাবে কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। তার পর দমকলের ইঞ্জিন চলে আসে। কর্মীরা বেরিয়ে আসেন নিরাপদেই।


দমকল সূত্রে জানা গিয়েছে প্রথমে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ১২টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়াতে পারে ।


আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ গুদামটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এর পাশের আরেকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।




































































































































