Tripura Election: ত্রিপুরায় ভোট ২৫ নভেম্বরই, রাজ্যকে অবাধ ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের

0
1

ত্রিপুরা পুরভোট হবে নির্ধারিত সূচি মেনেই। আগামী ২৫ নভেম্বর হবে পুরভোট । তবে ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে। নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে বিপ্লব দেব এবং তাঁর সরকারের কাছে মানসিক উদ্বেগ বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিকমহলের একাংশের।

ত্রিপুরায় রাজনৈতিক হিংসা চলছেই। তার প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় জোড়াফুল শিবির। সায়নী ঘোষের গ্রেফতারিসহ তৃণমূলের নেতাকর্মীদের হামলার প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তার প্রেক্ষিতে শীর্ষ আদালত মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করে। আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানিতে পুরভোট পিছোনোর আর্জি খারিজ করা হয়েছে৷

ত্রিপুরার পুরভোটকে কেন্দ্র করে বিপ্লব দেবের রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে হিংসা বাড়িয়েছে বিপ্লব দেব। তৃণমূলের একাধিক নেতা বিগত কয়েকদিনের মধ্যে আক্রান্ত হয়েছেন। তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে মিথ্যে মামলায় গ্রেফতারও করা হয়েছিল।