আজই পুরভোটের(Municipal Election)দিন ঘোষণা নয়। রাজ্যের পুরভোট নিয়ে রাজ্যপাল,জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankhar) সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার(State Election Commissioner), সৌরভ দাস। রাজভবনে প্রায় এক ঘণ্টা বৈঠকের পরেই পটভূমিকায় বদল। তবে শেষমেশ আজও কাটল না জট। আগামীকাল অর্থ্যাৎ হাইকোর্টে (Calcutta High Court)মামলার শুনানির পরেই কলকাতা ও হাওড়ার পুরভোটের দিন ঘোষণা হতে পারে।
আরও পড়ুন:Tripura Election: ত্রিপুরায় ভোট ২৫ নভেম্বরই, রাজ্যকে অবাধ ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিন প্রায় এক ঘণ্টা রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপরই জানা যায়, এদিন দুই জেলার পুরভোটের দিন ঘোষণা হচ্ছে না আজ। বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) টুইট করেন, “নিরপেক্ষভাবে কাজ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের মতোই ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের।”
https://twitter.com/jdhankhar1/status/1463102001286287360?s=24