গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ১৯ লক্ষ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায়। দিন-দুপুরে দিনহাটার নিগমনগরের উত্তরবঙ্গ ক্ষেত্রের গ্রামীণ ব্যাঙ্কের শাখায় প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাঙ্ক খুলতেই কয়েক জন গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢোকে । তাদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। ব্যাঙ্কে ঢুকেই তারা নিজের ভূমিকায় অবতীর্ণ হয়ে ব্যাঙ্ক ম্যানেজারসহ অন্যদেরকে ভয় দেখিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই জোর আলোড়ন ছড়িয়ে পরে। খবর পেয়েই দিনহাটা থেকে মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীব সরকার, আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। শুরু হয় তদন্ত। প্রথম যে কয়েকজন গ্রাহক ব্যাঙ্কে গিয়েছিলেন তাদের চিহ্নিত করে ইতিমধ্যেই একজনকে নিয়ে আসা হয় ব্যাঙ্কে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ব্যাঙ্ক থেকে প্রায় ১৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। তারা গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।