১) আইএসএল এর প্রথম ম্যাচে জামশেদপুরের সঙ্গে ১-১ করেছে এস সি ইস্টবেঙ্গল। নিজেদের প্রথম ম্যাচে হওয়া ভুল ত্রুটির কথা স্বীকার করেও টুর্নামেন্টে পরবর্তী ম্যাচ গুলোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী লাল হলুদ কোচ মানোলো দিয়াজ।
২) সোমবার থেকে শুরু হলো এটিকে মোহনবাগানের ডার্বির প্রস্তুতি। অমরিন্দর সিং, লিস্টন কোলাসো, প্রীতম কোটাল, শুভাশীষ বসুরা তিন পয়েন্ট তলতে মরিয়া ২৭ তারিখের ম্যাচে।

৩) ‘বঙ্গসন্তান হিসেবে এই ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। বহু ডার্বি ম্যাচ খেলেছি । জানি এই ম্যাচ জিতলে সমর্থকরা কতটা খুশি হন।’ ডার্বি এমনটাই বললেন বাগান ডিফেন্ডার প্রীতম কোটাল।

৪) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে ডাকা হতে পারে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। সূত্রের খবর রাহুল দ্রাবিড়ের দল পরিচালন সমিতি তাঁকে শেষ মুহূর্তে টেস্ট দলে যোগ দেওয়ার জন্য ডেকেছে। যদিও বোর্ডের তরফে এখনও সরকারি ভাবে এ খবর স্বীকার করা হয়নি।

৫) মহেন্দ্র সিং ধোনির সামনেই শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়ে দিলেন শাহরুখ খান। টিভিতেই পুরো ব্যাপারটাই দেখলেন ধোনি। সেই ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ












































































































































