(রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত বেশি শাসক বিজেপি দলের ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে)
আদর্শগত বিরোধিতা বা রাজনৈতিক শত্রু হলেও পুরভোটের (Tripura Municipal Election) আগে ত্রিপুরায় বিজেপির (BJP) লাগামহীন সন্ত্রাস ও অন্যায়ভাবে তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের কড়া নিন্দা করল ত্রিপুরা CPIM.
ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে বার্তা সম্পাদক রাখাল মজুমদার (Rakhal Majumder) একটি প্রেস বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন, ‘’রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত বেশি শাসক বিজেপি দলের ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে।’’

আগরতলা পূর্ব মহিলা থানায় ঢুকে যেভাবে ভাঙচুর ও তৃণমূল নেতা-সমর্থকদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, সেই ঘটনাকে ধিক্কার জানিয়ে ত্রিপুরা সিপিএমের প্রেস বিবৃতিতে লেখা হয়, ‘’থানার ভিতর জিজ্ঞাসাবাদ চলার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা থানা চত্বরে ঢুকে গিয়ে তাদেরকে (তৃণমূলের নেতা-নেত্রীদের) আক্রমণ করে এবং ভাঙচুর করে। সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।”










































































































































