Dead Body of Father-Garfa:  বেঁচে উঠতে পারে এই আশায় তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে

0
1

তিন মাস ধরে বাবার মৃতদেহ আগলে রাখলেন ছেলে। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। পুলিশি বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করেছে। বৃদ্ধের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

বছর সত্তরের ওই বৃদ্ধর নাম সংগ্রাম দে । প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে স্ত্রী এবংছেলেকে নিয়ে থাকতেন তিনি। জানা গিয়েছে ওই বৃদ্ধ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন । স্ত্রী পক্ষাগাতগ্রস্ত। বৃদ্ধর শারীরিক অবস্থাও মাসখানেক ধরে বিশেষ ভাল ছিল না।

প্রতিবেশীরা জানিয়েছেন , প্রায় তিন মাস ধরে পাড়ার কেউ ওই বৃদ্ধকে দেখতে পাচ্ছিলেন না। ছেলেকে জিজ্ঞেস করলে বাবা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারছিল না। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের । তারাই গড়ফা থানায় খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ বাড়িতে ঢুকেই অবাক হয়ে যান পুলিশকর্মীরা। দেখেন বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধের কঙ্কাল। পাশে বসে আছেন বৃদ্ধের ছেলে কৌশিক দে। একই বিছানায় শুয়ে ছিলেন বৃদ্ধের পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীও।

পুলিশ বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করেছে। ছেলে কৌশিককে আটক করেছে।