Santosh trophy: জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা

0
1

জয় দিয়ে সন্তোষ ট্রফির ( Santosh trophy) অভিযান শুরু করল বাংলা ( Bengal)। রবিবার কল্যাণী স্টেডিয়ামে পূর্বাঞ্চলীয় ‘বি’ গ্রুপের প্রথম ম‍্যাচে ছত্তীসগঢ়কে ২-০ গোলে হারাল বাংলা। বাংলার হয়ে গোল দুটি করেন মাহিতোষ রায় এবং মহম্মদ ফারদিন আলি। আগামী ২৫ নভেম্বর সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে সিকিমের বিরুদ্ধে খেলবে বাংলা।

ম‍্যাচে এদিন দুর্বল ছত্তীসগঢ়ের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় রঞ্জন ভট্টাচার্য্যের দল। যার ফলে ম‍্যাচের ১৮ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন মাহিতোষ রায়। এরপর আক্রমণের দাপট বজায় রাখে বাংলা। যার ফলে ম‍্যাচের ৩৫ মিনিটে বাংলার হয়ে দ্বিতীয় গোলটি করেন মহম্মদ ফারদিন আলি। এরপর ম‍্যাচে একাধিক আক্রমণে গেলেও গোলের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় রঞ্জন ভট্টাচার্য্যের দল।

আরও পড়ুন:Manchester United: কোচ ছাঁটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে, সরিয়ে দেওয়া হল ওলে গানারকে