Weather Forecast:ফের নিম্নচাপের জের!বাড়ছে তাপমাত্রা, সপ্তাহান্তেই বৃষ্টি

0
3

নিম্নচাপের ভ্রুকুটির জের!বাড়ছে তাপমাত্রার পারদ। ফলে বাধা পাচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়েছে, রবিবার থেকে রোদ ঝলমলে আকাশ ঢাকতে পারে বিক্ষিপ্ত মেঘে। যে কারণে ফের বাড়তে পারে তাপমাত্রা। এমনকি রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বাড়ায় শীত শীত ভাবের অনুভূতি কমতে পারে।

আরও পড়ুন:Body Recovery: বেলেঘাটায় প্রৌঢ়ার রহস্যমৃত্যু! কাঠগড়ায় মেয়ে-জামাই

বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা। এর জেরেই প্রচুর জলীয় বাস্প ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জেরেই রবি এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার সাধারণৎ আকাশ পরিষ্কার থাকবে। শহরের তাপমাত্রা বেড়ে হবে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টিপাত হয়নি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,চলতি সপ্তাহেও নিম্নচাপের জেরে বাধা পাবে শীত। জাঁকিয়ে শীত পড়তে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।